
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 23 Sep 2025, 12:04 AM

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’

“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক সমাবশেে বক্তারা বলছেনে, জনগণরে র্দীঘদনিরে আন্দোলন ও প্রত্যাশার প্রতফিলন ঘটাতইে অবলিম্বে কুমল্লিাকে নতুন বভিাগ ঘোষণা করতে হব।ে তারা সর্তক করে বলনে, অর্ন্তর্বতী সরকার যদি এ দাবতিে সাড়া না দয়ে, তবে আগামী নর্বিাচনে যে দল ক্ষমতায় যাবে তাদরে প্রথম কাজ হওয়া উচতি কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা।
বএিনপরি স্থায়ী কমটিরি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসনে বলনে,“অর্ন্তর্বতীকালীন সরকার যদি জনগণরে দাবি উপক্ষো কর,ে তবে আমি আশ্বস্ত করতে চাই—আগামী নর্বিাচনে জনগণরে রায়ে বএিনপি ক্ষমতায় গলেে দ্রুততম সময়ে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা করা হব,ে ইনশাল্লাহ। কুমল্লিা তো বভিাগ করতইে হব।ে প্রশাসনকি প্রয়োজনে করতে হবে এবং কুমল্লিার বাইরে অন্য কোনো নাম জনগণ মনেে নবেে না।”
তনিি আরও জানান, এ দাবকিে জোরালো করতে শগিগরিই অর্ন্তর্বতী সরকাররে সঙ্গে আলোচনার জন্য একটি শক্তশিালী প্রতনিধিি দল গঠন করা হবে এবং তনিি ব্যক্তগিতভাবে এ প্রক্রয়িার সঙ্গে থাকবনে।
জাতীয় নাগরকি র্পাটরি দক্ষণিাঞ্চলরে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলনে,“কুমল্লিার সব রাজনতৈকি ব্যক্তত্বিকে নয়িে একটি ঐক্যবদ্ধ কমটিি গঠন করে প্রধান উপদষ্টোর কাছে গলেে অর্ন্তর্বতী সরকাররে অধীনইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব। প্রয়োজনে দাবি আদায়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর র্কমসূচি দওেয়া হব।ে”নাগরকি পরষিদ কুমল্লিার আহ্বায়ক ড. শাহ মোহাম্মদ সলেমি বলনে,“বৃহত্তর কুমল্লিার মানুষ বহু বছর ধরে কুমল্লিা নামইে বভিাগ দাবি করে আসছ।ে গণতান্ত্রকি ও স্বরৈাচার বরিোধী আন্দোলনরে পথ ধরে গড়ে ওঠা এ দাবকিে সরকারকে এখনই বাস্তবায়ন করতে হব।ে জনগণরে অধকিারকে উপক্ষো করা আর চলবে না।”
জাতীয় নাগরকি র্পাটরি মুখ্য সমন্বয়ক ও কুমল্লিা বভিাগরে সমন্বয়ক নাভদি নওরোজ শাহ বলনে,“কুমল্লিার জন্য লড়াই শুধু কোনো দলরে আন্দোলন নয়, এটি পুরো অঞ্চলরে মানুষরে যৌথ সংগ্রাম। যারা পছিয়িে আছ,ে তারা সবাই কুমল্লিার সন্তান। তাই রাজনতৈকি মতার্দশ ভন্নি হলওে কুমল্লিার র্স্বাথে সবাইকে এক হতে হব।ে”
সভায় আরও উপস্থতি ছলিনে—কুমল্লিা সমতিি ঢাকার সভাপতি এ বি এম শাহজাহান, ব্রাহ্মণবাড়য়িা জলো বএিনপরি সভাপতি এনামুল হক বাবলু, সাবকে অতরিক্তি সচবি আব্দুল মান্নান ইলয়িাস, বৃহত্তর কুমল্লিা সমতিরি ঢাকা সভাপতি আইনজীবী আব্বাস উদ্দীন এবং নাগরকি পরষিদ কুমল্লিার অন্যান্য নতেৃবৃন্দ।
অনুষ্ঠানরে শুরুতে প্রসে ক্লাবরে সামনে মানববন্ধনরে প্রধান অতথিি হসিবেে উপস্থতি থকেে বক্তব্য রাখনে বএিনপরি চয়োরপারসনরে উপদষ্টো, বীর মুক্তযিোদ্ধা আলহাজ্ব মনরিুল হক চৌধুরী। তনিি কুমল্লিা নামইে বভিাগরে দাবকিে যুগোপযোগী, ন্যায্য ও যুক্তসিঙ্গত আখ্যা দয়িে বলনে—
“এটি শুধু প্রশাসনকি নয়, কুমল্লিার ইতহিাস, ঐতহ্যি ও র্মযাদার প্রশ্ন। জনগণরে দাবি পূরণে কোনো টালবাহানা গ্রহণযোগ্য হবে না।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে -...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মেডিকেল কলেজের হাসপাতালে অনিয়ম টেন্ডার বাণিজ্য ও চাঁদাবাজির প্...
