প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 10:41 PM
লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন
লালমাই প্রতিনিধি
‘দক্ষতা নিয়ো যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই স্লোগানে কুমিল্লার লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিরি উপজেলা পরিষদ চত্বর থেকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার শিফা, লালমাই থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, কৃষি ব্যাংক লালমাই উপজেলা শাখার ব্যবস্থাপক,নাঙ্গলকোট প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষক ইন্জিনিয়ার মোঃ আবু বকর সিদ্দিক প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম,পরিবার পরিকল্পনা অফিসার রণজিত সেন, লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, পরিকল্পিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসে যাওয়ার আগে প্রত্যেককে অবশ্যই নির্দিষ্ট কাজভিত্তিক প্রশিক্ষণ ও বাস্তব দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় এবং কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাওয়া যায় না। তিনি বিদেশগামীদের সরকারি অনুমোদিত ও বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে প্রবাসে যাওয়ার আহ্বান জানান এবং দালালচক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
ইউএনও আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় প্রবাসীদের সহায়তায় ঋণসহ বিভিন্ন সহযোগিতা কার্যক্রম পরিচালনার জন্য এনজিওগুলোর ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্ট কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মনোনয়ন সংগ্রহ করলেন ৩৯ প্রার্থী বিএনপি-১৭ জামাত-...
আয়েশা আক্তারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে গত ৫ দিনে কুমিল্লা জেলার ১১টি আসনে মোট...
মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না কুমিল্লা সদর আসনে নমিনেশন প্র...
আয়েশা আক্তারবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন নমিনেশন ইস্যুতে...
কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না- মনিরুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধিকুমিল্লা-৬ আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচন বানচালে...
দক্ষ প্রবাসীরাই বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে পারে...
নিজস্ব প্রতিবেদকদক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্...
মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচন...
বেলাল উদ্দিন আহাম্মদ"দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ" এই স্লোগানকে প্রতিপাদ্য করে...
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিব...
চৌদ্দগ্রাম প্রতিনিধি‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখ...