প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:56 AM
লাকসামে পরিবহন ব্যবসায়ী বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
গত ২৩ নভেম্বর লাকসাম উপজেলাধীন কুমিল্লা চাঁদপুর সড়কের মুদাফফরগঞ্জে, লাকসাম উপজেলার পশ্চিম কান্দিরপাড় গ্রামের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী বিল্লাল হোসেনের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন নিহতের স্ত্রী রাবেয়া বেগম, এতে মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী এবং আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের পরিবহন ব্যবসাযী বিল্লাল হোসেনকে গত ৬ অক্টোবর ২০১০ রাত ৮টা গাড়ি ভাড়া করার নাম করে কৌশলে তাকে চাঁদপুর জেলার জগতপুর খাজুরিয়া খাজা পেট্রোল পাম্প এর পাশে অস্ত্র দিয়ে আঘাত করে চিহ্নিত সন্ত্রাসীগন, ঐদিন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর ২০১০ তারিখ ভোর ৫:৪৫ টার মারা যান।
নিহত বিল্লাল হোসেনের পিতা মফিজুর রহমান বাদী হয়ে ৩ নভেম্বর ২০১০, কচুয়া থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় মামলা রুজু হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম খান এর তদন্ত রিপোর্টের ভিত্তিতে, ৭ জন আসামির মধ্যে ১ জনকে অব্যাহতি নিয়ে ৬ জনকে জেল হাজতে প্রেরণ করে, কিন্তু ৬ মাস পরে জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষের লোকজনকে হুমকি ধুমকি দিয়ে আসছে।
নিহতের মৃত্যুকালীন ৯ বছর বয়সী ছেলে জাহিদুল ইসলাম রবিন, ৪ বছর বয়সী মেয়ে তাপসিয়া ইসলাম অরিন ২ বছর বয়সী মেয়ে তাহামিনা ইসলাম জেরিনকে অপহরণ করার হুমকি দিয়ে আসছে, নিরাপত্তাহীনতায় ছেলে এত বছর পালিয়ে থেকে এখন বিদেশে পাড়ি দিয়েছে, দুই মেয়ে সুশিক্ষিত হয়ে নাবালক থেকে সাবালক হয়েছে নিরাপত্তাহীন ভাবে, বাবার কোন স্মৃতি মনে না থাকলেও ছবি দেখে দেখে বিবেকের দংশনে বাবার খুনের প্রতিশোধের নেশায় টগবগ করছে রক্ত। সবকিছুর ঊর্ধ্বে বাবার বিচারকেই প্রধান দায়িত্ব ও কর্তব্যবোধ বলে মনে করছেন তারা,মামলার বাদী নিহতের বাবা মফিজুর রহমান পুত্র শোকে মৃত্যুবরণ করেন, বৃদ্ধা মা আম্বিয়া বেগম পুত্র শোকে এবং বার্ধক্যে মৃত্যুশয্যায়।
উক্ত মানব বন্ধনে মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম তার বক্তব্যে নিহত বিল্লালের বিচার ১৫ বছর যাবৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু বিচারের মাধ্যমে আসামিদের ফাঁসি দাবি করেন। অনুষ্ঠানে, আরো বক্তব্য রাখেন,নিহত বিল্লালের স্ত্রী রাবেয়া বেগম, মেয়ে তাপসিয়া ইসলাম অরিন, ভাগিনা নাজমুল হোসেন নয়ন, বোন জোবেদা বেগম ও নিলুফা বেগম,পরম আত্মীয় সমাজসেবক, সংগঠক সোহেল হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কবি নজরুলের পাশে চির নিদ্রায় শায়িত হাদি
রূপসী বাংলা ডেস্কলাখো মানুষের অশ্রুসিক্ত জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের...
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসঙ্ঘ ম...
এফএনএসইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তো...
বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যের আহ্বান এলডিপি...
সোহেল রানা, চান্দিনালিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্...
বার্ডে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি২০ ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে “গভর্ণ্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস এন্ড...
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের কমিটি ঘোষণা
আয়েশা আক্তারকুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে একটি ৫ স...
কুমিল্লায় হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন হাতে ন্য...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাতেও শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ-সমাবেশ ও...