প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2025, 12:03 AM
ছিনতাইকারীর নির্যাতনে আহত মনোহরগঞ্জের যুবদল নেতা
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন আরমান। পেশায় একজন রং এর কাজের মেস্ত্রী ও ঠিকাদার। গত শুক্রবার পেশাগত কাজের সরঞ্জাম কিনতে আল বারাকা বাস যোগে নাথের পেটুয়া থেকে রওয়ানা দেন ঢাকা।বাসের মধ্যে পাশের সিটের অপরিচিত এক লোক পথিমধ্যে পানি পান করতে বললে, সরল মনে বিশ্বাস করে একটু পানি পান করলেন ইয়াছিন। এরপর থেকে ক্রমান্বয়ে জ্ঞাণ হারিয়ে ফেলার পাশাপাশি নিস্তেজ হতে থাকে পুরো শরীর। তারপর বলতে পারবেননা কি হয়েছে, কোথায় নেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এই প্রতিবেদকের সাথে কথাগুলো বলতেই হাউমাউ করে কেঁদে দিলেন মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন আরমান।
এরপর বর্ণনা দিলেন চরম নির্যাতনের কথা।
ইয়াছিন আরমান বলেন-আমার জ্ঞাণ ফিরতেই দেখি অপরিচিত কিছু লোক আমার চোখে মুখে পানি মারছে। আমি চোখ মেলে দেখি অপরিচিত অন্ধকার একটি রুমে সাউন্ড বক্সে গান চলছে। চোখ মেলার সাথে সাথে তারা আমাকে বললো মোবাইলের লক খুলে দিতে। মোবাইলের লক খুলে দেওয়ার পর শুরু হয় আমার উপর পাশবিক ও অমানবিক নির্যাতন। একে একে তারা আমার আত্মীয় স্বজন সকলের কাছে টাকা চাইছে আর আমার উপর নির্যাতনে মাত্রা বাড়ায়।
ইয়াছিন আরমান বলেন-তাদেরকে আমি বারবার বলেছি, আমি ছোট পেশার মানুষ। কিছুতেই তাদের মন গললোনা। আমার সাথে থাকা নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যায় (ছিনতাইকারীরা)। আমার চোখে মুখে রক্তাক্ত অবস্থায় বিকাল আনুমানিক ৪টার দিকে ঢাকার অজ্ঞাত স্থানে ফেলে যায়।
পরে আমার আত্মীয় স্বজনরা পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ইয়াছিন বলেন, বিষয়টি পরিকল্পিত কিনা বুঝে উঠতে পারছি না। তবে এমন নির্যাতন আমি জীবনে দেখি নাই। এ বিষয়ে উত্তর হাওলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুর রহমান খোকন বলেন, বিষয়টি আমাদের মর্মাহত করেছে। আমরা ইয়াছিন আরমানের সুস্থতা কামনা করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যেন বিষয়টির প্রকৃত ঘটনা উদঘাটন করে, তার জন্য জোর দাবি জানাচ্ছি।
উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু'র সাথে কথা বললে তিনি জানান -ইয়াছিন আরমান জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ। আল বারাকা বাসে ছিনতাইকারীর কবলে পড়তে হয়েছে, বিষয়টি দু:খ জনক। আমি তার সুস্থতা কামনা করছি। এবিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন-ইয়াছিন আরমানের সুস্থতার জন্য চিকিৎসা নিশ্চিত করতে আমরা দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করছি। আমরা বিষয়টি বাস্তবতাও খুঁজে দেখার চেষ্টা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
এফএনএস বিদেশভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচ...
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ...
এফএনএস বিদেশতীব্র শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। র...
লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত অর্ধশ...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন...
মুরাদনগরে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছ...
অবৈধভাবে মাটি উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা আদায়
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াকুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা...
তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার প্রধান আসামী গ্রেফতার
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় মূল আসামী জামাল সিকদারকে গ্রেফত...