প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:25 AM
কুমিল্লায় দু’দিনব্যাপী শচীন মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক
উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেব বর্মণকে স্মরণ করে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী শচীন মেলা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর দক্ষিণ চর্থায় তাঁর পৈতৃক বাড়ির প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এর আগে বিকেল ৩টায় রাজগঞ্জ ইউসুফ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে চর্থায় শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়।
র্যালিতে শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিুপেশার মানুষ অংশ নেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
এসময় তিনি বলেন, কুমিল্লার একজন গর্বিত সন্তান হিসেবে শচীন দেব বর্মণকে আগামী প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং তাঁর সাংস্কৃতিক অবদানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ আয়োজন গুরুত্ব বহন করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার পরিধি আরও প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।
আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান, লেখক ও গবেষক প্রফেসর শান্তি রঞ্জন ভৌমিক। শুভেচ্ছা বক্তব্য দেন জাসাস কুমিল্লা মহানগর শাখার আহবায়ক মঞ্জরুল আলম ভূইয়া, শচীন গবেষক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দীন, সুরকার ও গীতিকার জাবেদ আহম্মেদ কিসলুসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার এটিএম কামরান হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন, জাসাস কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলনসহ স্থানীয় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় এ বছর ১৫টি দেশীয় ঐতিহ্যবাহী স্টল স্থাপন করা হয়েছে, যেখানে স্থানীয় হস্তশিল্প, বই, সাংস্কৃতিক ঐতিহ্য ও পণ্যসামগ্রীর প্রদর্শনী চলছে। পাশাপাশি দুই দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও শচীনগান পরিবেশনার আয়োজন রয়েছে।
শচীন দেব বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে কলকাতা এবং ১৯৪৪ সালে মুম্বাইয়ে পাড়ি জমান। তিনি ভারতীয় উপমহাদেশের সংগীত জগতে কীর্তিমান শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর জনপ্রিয় গানের সংখ্যা বহু। মুম্বাই চলচ্চিত্রে সংগীত পরিচালনায় বিশেষ অবদান রাখেন এবং বিভিন্ন সম্মাননা লাভ করেন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি পরলোকগমন করেন।
২০১৮ সাল থেকে অক্টোবর মাসে তাঁর জন্ম ও প্রয়াণদিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ‘শচীন মেলা’র আয়োজন করে আসছে। এবারও দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কুমিল্লায় এই কিংবদন্তি শিল্পীর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারি
আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্...
মামদানিকে অবশ্যই ওয়াশিংটনের প্রতি সম্মান দেখাতে হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিউ ইয়র্ক নগরীর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি...
প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের
সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি আদায়ে প্রয়োজনে ‘আঙ্গুল বাঁকা’ করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে...
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারে...
এমরান হোসেন বাপ্পিকক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল...
হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষ...
মাহফুজ নান্টু কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির...
কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের সমর্থকদের...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা ১০ নাঙ্গলকোট-লালমাই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক...