প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:24 PM
গোল্ডেন জিপিএ-৫ বাড়লেও, সোনার মানুষ বাড়ে না - ইয়াছিন আরাফাত
মাসুদ রানা, কুমিল্লা
ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাও. মোঃ ইয়াছিন আরাফাত বলেন, দিন দিন গোল্ডেন জিপিএ-৫ বাড়লেও আমাদের সমাজে সোনার মানুষ বাড়েনা। আপনারা যে রেজাল্ট অর্জন করেছেন সেটি শুধু আপনাদের একার নয়, এই রেজাল্ট আপনাদের পরিবারের জন্য, দেশ ও জাতির জন্য। আমাদের পড়াশোনার পিছনে রাষ্ট্রের অনেক বিনিয়োগ রয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের সমাজে অনেক গোল্ডেন এ প্লাস পাওয়া যায় কিন্তু গোল্ডেন মানুষ পাওয়া যায় না৷ দিন দিন গোল্ডেন জিপিএ-৫ বাড়ে কিন্তু সোনার মানুষ আমাদের সমাজে বাড়েনা। সমাজ উন্নত হয় আধুনিক হয়। রাষ্ট্রের কাঠামো উন্নত হয়। কিন্তু মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা উন্নত হয় না। কারণ টা হচ্ছে, জীবনবোধ সম্পর্কে শিক্ষা অর্জন করতে ব্যর্থ হওয়া। সত্যিকারের জ্ঞান অর্জন করতে ব্যর্থ হওয়া। আজকে আমাদের সমাজে জ্ঞান অর্জনকে সার্টিফিকেট মনে করি, রুটি রুজির ব্যবস্থা মনে করি, কিন্তু আমার জ্ঞান যদি আমার মনুষ্যত্বের পরিবর্তন করতে না পারে, আমাকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে তাহলে আমার এই জ্ঞান সত্যিকারের জ্ঞান হতে পারেনা।
রোববার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ আজমীর চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উপজেলা ছাত্রশিবিরের উদ্যােগে আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসিন আরাফাত আরো বলেন, আমাদের সমাজে একদিকে যেমন গুণীদের কদর করা হয় না, সম্মান দেওয়া হয় না তেমনি ভাবে যারা কোনো কারণে ব্যর্থ হয় তাদেরকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করা হয়। তাদের আগামী দিনের পথচলাকে সংকুচিত করে দেওয়া হয়। ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সংবর্ধনা যারা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছে শুধু তাদেরকে নয়, যারা রাখতে পারেনি তাদেরও আগামী দিনে চলার পথে সাহস যোগাবে। আমরা সবার সাথেই আছি। যে শিক্ষা ব্যবস্থা আমাকে প্রতারণা শেখায়, সুদ শেখায়, দুর্নীতি শেখায়, ঐ শিক্ষা ব্যবস্থা দিয়ে মানুষ কখনও ভালো মানুষ হতে পারেনা। আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ব্যারিস্টার হবো কোনো অসুবিধা নেই কিন্তু আমি কোরআনের আলোয় আলোকিত হবো, যে স্রষ্ঠা আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার মৃত্যু অবধারিত করেছেন, যার হাতে আমার জীবন-মৃত্যুর ফায়সালা ঐ স্রষ্ঠা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করব। স্রষ্ঠার জ্ঞানেই জ্ঞানী হবো৷
বিগত ১৬ টি বছরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখা পড়া উঠে গিয়েছিল। ছাত্রলীগের ভাইয়েরা শিক্ষার্থীদের ক্লাস থেকে মিছিলে নিয়ে যেত, সন্ধ্যায় পড়ার টেবিল থেকে মিছিলে নিয়ে যেত, আড্ডাবাজিতে নিয়ে যেত। এ কারণে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে শিক্ষার ধারা উঠে গিয়েছে। এজন্য শিক্ষকদের সাথে নিয়ে, অভিভাবকদের আরও সচেতন করে শিক্ষার্থীদের যদি লেখাপড়ামুখী করা যায় আমার বিশ্বাস এই লালমাই উপজেলায় শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসবে।
লালমাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফরহাদুল ইসলাম মানিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ড. এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহি উদ্দিন রনি, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ, কুমিল্লা পূর্ব জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান মেহেদী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া আজাদ, প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন প্রমুখ।
লালমাই উপজেলা ছাত্রশিবিরের (উত্তর) সভাপতি রেজাউল করিম রাজুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাবিলা আফরিন, মোহনপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থী আজম হোসেন। ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও ভালো ফলাফল অর্জনকারী শতাধিক শিক্ষাথীদের শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন প্লাবন শিল্পী গোষ্ঠী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...
ঝুঁকিপূর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকের সেবা
মাসুদ রানা, কুমিল্লাগ্রামের মানুষের সেবা নেওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক! শিশু থেকে বৃদ্ধ সকলে...
চান্দিনার ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালীখা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজ...