
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:09 PM

এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল কুমিল্লা সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সিটি কলেজ। জেলার মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে রবিবার (২৭ জুলাই) কুমিল্লার কোটবাড়িতে কলেজের নিজস্ব ক্যাম্পাসের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো. নাদিমুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপে পড়াশোনার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উচ্চশিক্ষার প্রস্তুতি গ্রহণ, উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভ: ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষীকা রোকসানা ফেরদৌস মজুমদার। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা এবং করণীয় বিষয়সমূহ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেলিম রেজা তার বক্তব্যে বলেন, “আমাদের কলেজে জিপিএ-৫ শিক্ষার্থীরা ভর্তি হলে তাদেরকে ল্যাপটপ, ট্যাব প্রদানসহ বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হবে। তোমাদেরু মেধাকে কাজে লাগাতে হবে এবং ভর্তি হবার সময় প্রতিষ্ঠান সিলেক্ট করতে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে।” তিনি আরও জানান, “প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আমরা সেরা অবস্থানে আছি। শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের পথ চলা অব্যাহত রেখেছি।”
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের এই অর্জনে শিক্ষকমণ্ডলী, অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগাবে।অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের সম্মাননা গ্রহণ ও অনুভূতি প্রকাশে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ায় ৫৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাঠদা...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো চরম শিক্ষ...

বরুড়ার প্রতিবেশীর বিরুদ্ধে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ
বরুড়া প্রতিনিধিগত ২৫-শে জুলাই শুক্রবার বরুড়া উপজেলার ০৪-নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্...

স্ত্রীকে লাইভে রেখে ওমান প্রবাসী স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকপরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে রুমন মিয়া (৩৫) নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন। হ...

মাইলস্টোনে নিহত কুমিল্লার মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্...
নিজস্ব প্রতিবেদকরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হ...

২৮টি আসন ফাঁকা রেখেই শেষ হলো কুবি’র ভর্তি কার্যক্রম
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে বিভি...

মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মীর জামিন না মঞ্জুর, কারাগারে প্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার মুরাদনগরের পুলিশের করা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কারা...
