প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2025, 12:04 PM
কুমিল্লার লালমাই বাঁশের সাঁকোতে নদী পার দুর্ভোগে স্কুল শিক্ষার্থীরা
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার শিকারীপাড়া, আলীশ্বর ও ভাবকপাড়ার মানুষ দীর্ঘ ৪০ বছর ধরে বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ একটি সাঁকো দিয়েই পার হচ্ছেন ডাকাতিয়া নদী। বর্ষাকালে পানি বাড়লে ভয় ও আতঙ্কই হয় তাদের নিত্যসঙ্গী। প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ, রোগী এই সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
ডাকাতিয়া নদীর পূর্ব পাড়ে রয়েছে পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর গ্রাম আর পশ্চিম পাড়ে বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ও ভাবকপাড়া। পশ্চিম পাড়ের শিক্ষার্থীদের প্রতিদিন নদী পার হয়ে যেতে হয় আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীনিয়া মাদরাসা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ে। শুধু শিক্ষার্থী নয়, চিকিৎসা, বাজার কিংবা প্রশাসনিক কাজে যাওয়ার একমাত্র ভরসাও এই বাঁশের সাঁকো। প্রতিবছর শাহ আলী মাজারে ওরস উপলক্ষে ১০ সহস্রাধিক মানুষ এই সাঁকো পার হয়ে আসেন মানত দিতে।
স্কুল শিক্ষার্থী সুরাইয়া বলেন, এখান (সাঁকো) দিয়ে আসার পথে আমাদের অনেক ভয় লাগে। বন্যায় এখানে অনেক পানি উঠে। আমরা স্কুলে যাতায়াত করতে পারি না। আমাদের অনেক সমস্যা হয়। আমরা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো বাদ দিয়ে নতুন একটি ব্রিজ চাই।
পাড়া ভাবকপাড়ার কৃষক আকতার হোসেন বলেন, “আমরা কৃষকরা প্রতিদিন দুই-তিনবার মালামাল নিয়ে নদী পার হই। অনেক কষ্ট হয়। সাঁকোতে ভারসাম্য রাখতে পারি না।”
আলীশ্বর গ্রামের ৭৮ বছর বয়সী আবদুস ছাত্তার জানান, “বাচ্চারা সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। আমরাই গিয়ে তুলতে হয়। ৮-১০টা গ্রামের মানুষ একটামাত্র বাঁশের সাঁকো ব্যবহার করছে। এখন আর প্রতিশ্রুতি নয়, আমরা ব্রিজ চাই।”
আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ সিংহ বলেন, “প্রতিদিন আমাদের বহু শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়। ব্রীজ হলে শিক্ষার্থী উপস্থিতি বাড়বে এবং তারা নিরাপদে আসা-যাওয়া করতে পারবে।”
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, “সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় এলজিইডি কিংবা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...
ঝুঁকিপূর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকের সেবা
মাসুদ রানা, কুমিল্লাগ্রামের মানুষের সেবা নেওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক! শিশু থেকে বৃদ্ধ সকলে...
চান্দিনার ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালীখা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজ...