
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 11:53 AM

বরিশালের রিয়াজের গলাকাটা লাশ মিলল কুমিল্লায়

নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি এলাকা থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশটি বরিশালের ইমতিয়াজ আহমেদ রিয়াজের। শনিবার সকালে লাশটি উদ্ধারের পর ক্রাইমসিন ও আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ইমতিয়াজ আহমেদ রিয়াজ রবিশালের কাজিরহাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। সে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গৌরীপুর-হোমনা সড়কে যাতায়াতকালে লোকজন রাস্তার পাশে লাশটি দেখতে পায়। উৎসুক জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আপলোড করায় তিতাস থানা পুলিশের নজরে আসে। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় রিয়াজের পরনে জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। ওড়নার সমান একটি কাপড়ের টুকরো দিয়ে কাটা গলাটি মোড়ানো ছিল। তবে আশেপাশে রক্তের তেমন দৃশ্যমান ছাপ ছিল না। লাশের পাশ থেকে রক্তামাখা একটি ছুরিও উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের ঘটনার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, সে মূলত তার এলাকায় বসবাস করতো। গত তিনদিন আগে সে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে বলে আত্মীয়-স্বজন জানিয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হত্যাকান্ডটি অন্যত্র ঘটিয়ে লাশটি এখানে ফেলে গেছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ জানান, ফেইসবুকে মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। তখন আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ক্রাইমসিনের আলামত ও সিআইডি’র তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিশেষ করে উদ্ধার হওয়া লাশের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। কাজিরহাট থানা পুলিশের সহযোগিতায় নিহতের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষ...
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর...

মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল স...
সংবাদ বিজ্ঞপ্তিকুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠি...

চরের মাটি বিক্রি করে কোটিপতি আ’লীগ নেতা জহির, রক্ষা পায়নি ধ...
নিজস্ব প্রতিবেদকগোমতি নদীর চর দখল করে কোটি কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযো...

মহাসড়কে চান্দিনায় বিএনপি’র রিক্সা মিছিল
চান্দিনা প্রতিনিধিকুমিল্লায় চান্দিনায় ‘আগামী ৫ আগস্ট চান্দিনা উপজেলা বিএনপি’র বিজয় মিছিল ও সমাবেশ’ স...

পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণের সম...
সংবাদ বিজ্ঞপ্তিবিদ্যালয়ে কর্মরত শিক্ষকমন্ডলীর পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শতবর্ষী বাগমারা উচ্চ বি...

নাঙ্গলকোটে একসাথে চারটি সেতুর নির্মাণ কাজ বন্ধ
সাইফুল ইসলামকুমিল্লার নাঙ্গলকোটের ডাকাতিয়া নদী বেষ্টিত সাতবাড়িয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৪টি সেতুর নির...
