
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 11:53 AM

বরিশালের রিয়াজের গলাকাটা লাশ মিলল কুমিল্লায়

নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি এলাকা থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশটি বরিশালের ইমতিয়াজ আহমেদ রিয়াজের। শনিবার সকালে লাশটি উদ্ধারের পর ক্রাইমসিন ও আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ইমতিয়াজ আহমেদ রিয়াজ রবিশালের কাজিরহাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। সে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গৌরীপুর-হোমনা সড়কে যাতায়াতকালে লোকজন রাস্তার পাশে লাশটি দেখতে পায়। উৎসুক জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আপলোড করায় তিতাস থানা পুলিশের নজরে আসে। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় রিয়াজের পরনে জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। ওড়নার সমান একটি কাপড়ের টুকরো দিয়ে কাটা গলাটি মোড়ানো ছিল। তবে আশেপাশে রক্তের তেমন দৃশ্যমান ছাপ ছিল না। লাশের পাশ থেকে রক্তামাখা একটি ছুরিও উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের ঘটনার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, সে মূলত তার এলাকায় বসবাস করতো। গত তিনদিন আগে সে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে বলে আত্মীয়-স্বজন জানিয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হত্যাকান্ডটি অন্যত্র ঘটিয়ে লাশটি এখানে ফেলে গেছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ জানান, ফেইসবুকে মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। তখন আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ক্রাইমসিনের আলামত ও সিআইডি’র তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিশেষ করে উদ্ধার হওয়া লাশের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। কাজিরহাট থানা পুলিশের সহযোগিতায় নিহতের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
