
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 11:48 AM

বাঁশকাইট পি. জে. উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন

মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশকাইত পি. জে. উচ্চ বিদ্যালয় এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরে গত ২ জুলাই জারি করা অনুমোদনপত্রে এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক)সভাপতি পদে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মহসিন। এছাড়া সদস্য সচিব পদে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন (পদাধিকার বলে), শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আব্দুল হাকিম ভূঞা ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে গত রবিবার(৬জুলাই) এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহকারী শিক্ষক মু. নাসরুল্লাহ আল মারুফ এবং শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করেন সহকারী শিক্ষক লিটন কুমার মল্লিক।
নবাগত এডহক কমিটির সভাপতি মোঃ মহসিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বাঁশকাইট কলেজের শিক্ষক আবুল হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জিত চন্দ্র বিশ্বাস, অফিস সহকারী মোঃ জামাল উদ্দিন সরকার, ডাঃ মনিরুজ্জামান সরকার, মোঃ আতিক সিকদার, সমাজসেবক মোঃ কামাল ও মোঃ জাকির খান।
মতবিনিময় সভায় বিদ্যালয়টির সভাপতি মোঃ মহসিন মাস্টার বলেন, বিদ্যালয়ে যেসকল শিক্ষার্থীদের আর্থিক সমস্যায় পড়ালেখা বাঁধাগ্রস্থ হচ্ছে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পোশাকহীন শিক্ষার্থীদের পোশাকের ব্যবস্থা করে দেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে সকলের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের ডিজিটাল সুবিধা বৃদ্ধি করা হবে যাতে আমাদের ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েদের থেকে কোনো অংশে পিছিয়ে না পরে৷ যারা প্রকৃতপক্ষে মেধাবী কিন্তু অসচ্ছল পরিবার থেকে আসছে তাদের মাঝে উপবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তির ব্যবস্থা করা হবে। সমগ্র ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে তাহলে ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হবে না।
মতবিনিময় সভা শেষে নবগঠিত কমিটিকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষা ও সার্বিক পরিবেশ আরো উন্নত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

তিতাসে নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগী ইয়াবাসহ আটক
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের শোলাকান্দি গ্রামের নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগীকে আটক...

মুরাদনগরে অনুমতি ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ২ লাখ টাক...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা অনুমতিতে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজার...

জুলাই আন্দোলনে আহত দেবিদ্বারের আবু বকর এক বছরেও স্বাভাবিক জী...
মোঃ ফখরুল ইসলাম সাগরকুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার শিকার হয়ে এক বছর ধরে বাক...

কুমিল্লায় নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা -১০ সংসদীয় আসন ভেঙ্গে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিব...

বাঞ্ছারামপুরের সেই কোটিপতি কাজীর বিরুদ্ধে এবার নারী কেলেংকার...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিন...

বরুড়ায় কৃতি শিক্ষার্থীদের ফলজ গাছের চারা বিতরণ
মোঃ জাহাঙ্গীর আলম"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাপ...
