প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:08 PM
রাতে জেগে উঠে মাটি কাটার সিন্ডিকেট বুড়িচংয়ে ফসলী জমির উর্বর মাটি যাচ্ছে ইট ভাটায়
কাজী খোরশেদ আলম
শীতের রাত। ড্রাম ট্রাক্টর ও চাষের ট্রাক্টরের শব্দে সড়কের পাশের মানুষের ঘুম হারাম করে দিয়েছে। রাত যতই বাড়তে থাকে সড়কে ততই ট্রাক্টরের চলাচল বাড়তে থাকে। বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলের মাঠের মাটি ড্রেজার দিয়ে কেটে ঘর বাড়ী নির্মাণের জন্য নেওয়া হচ্ছে। রাত হলেই মাঠে মাঠে ফসলী জমির উর্বর মাটি কাটার উৎসব শুরু হয়। বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকার পাহাড়ের মাটি কাটার উৎসব শুরু হয়। বিভিন্ন ইটের ভাটার মাটির জোগান দেওয়া হয় বিভিন্ন ফসলী জমি টপ সয়েল দিয়ে।
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামের ফসলী মাঠ থেকে প্রতি রাতে হালচাষের ট্রাক্টরের মাধ্যমে নিয়ে বিভিন্ন জনবসতী এলাকায় বাড়ী নির্মাণ করার জন্য ভরাট করা হয়। স্থানীয় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এবং রাস্তায় মাটি ফেলার কথা বলে একটি মাটি কাটার সিন্ডিকেট প্রতিনিয়তই মাটি কাটছে। পূর্বহুড়া গ্রামের এক কৃষক বলেন, রাতে আমাদের ফসলী জমি জোরপূর্বক কেটে নিয়ে যায়। বাঁধা প্রদান করলে প্রাণে মেরে ফেলার হুমদি ধামকি প্রদান করে। এই জমিতে ধান উৎপাদন করে আমার সংসার চলে। এখন আমি কোথায় যাবো, কার কাছে বিচার চাইবো। বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের জাকির, হোসেন এবং বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের জাহাঙ্গীর এর নেতৃত্বে দরিয়াপাড়ের পূর্বপাশে এবং বারেশ্বর দক্ষিণপাশে মাঠে কয়েকটি ড্রেজার মেশিন পরিচালিত হচ্ছে। একই উপজেলার রাজাপুর ইউনিয়ন বারেশ্বর গ্রামের নাবু ও ওহাব মেম্বারের নেতৃত্বে বারেশ্বর উত্তর মাঠে ৪টি ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কাটা হচ্ছে। বুড়িচং পৌরসভার মাহাবুব পৌরসভার কয়েকটি গ্রামের বিভিন্ন ফসলের মাঠের মাটি কাটে নষ্ট করছে।
বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর সুমন নামের এক ব্যক্তি গত এক বছর যাবত প্রায় এক একর জমির মাটিকাটি নিয়ে গেছে তিনটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে। দক্ষিণ শ্যামপুরের সুমন, জগতপুর গ্রামের মাহাবুব, পূর্ণমতি গ্রামের জাহাঙ্গীর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনে রাতে অনবরত ড্রেজার দিয়ে মাটি কেটে মাঠের পর মাঠে জলাশয়ে পরিণত করছে। শংকুচাইল বাজারের উত্তর পাশের হবে হিন্দরী ব্রীজ পশ্চিম পাশের মাঠ থেকে ভেকু ও ট্রাক্টরের মাধ্যমে রাতে মাটি কাটা হয়। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, অতি দ্রুতই ফসলী মাঠের মাটি কাটা বন্ধ করার জন্য অভিযান পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মনোনয়ন সংগ্রহ করে নির্বাচনের মাঠে সক্রিয় মনিরুল হক সাক্কু
আয়েশা আক্তারকুমিল্লা-৬ সদর আসনে মনোনয়ন সংগ্রহ করে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন কুসিকের সাবেক...
নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আইন শৃঙ্খলাবাহিনীকে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়...
কুমিল্লা-১০ আসনে বিএনপি'র মনোনয়ন সংগ্রহ করলেন সোহানা শিউলী
ফজলুল হক জয়আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার একমাত্র নারী প্রার্থী হিসেবে বি...
মুরাদনগরে মহিলা দল সভাপতির উপর মোটরসাইকেল উঠিয়ে দেয়ার অভিযোগ
মহিউদ্দিন আকাশকুমিল্লার মুরাদনগরের ধামঘর ইউনিয়নের পরমতলায় তারেক রহমান রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিত...
কৃষিকাজে বাড়তি আয়ের পথ করে নিয়েছেন ব্রাহ্মণপাড়ার নারীরা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ার নারীরা ঘরের কাজের পাশাপাশি কৃষিকাজ করে আসছে বহুকাল ধরে। রব...
কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলা...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও...