প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 11:09 PM
দক্ষ প্রবাসীরাই বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে পারেন-জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকাল ১০টায় কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোটবাড়ি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো.রেজা হাসান। এসময় তিনি বলেন, প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা। দেশের মোট জিডিপির একটি বড় অংশ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে আসে। তাই প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেজন্য বিদেশে যাওয়ার আগে প্রত্যেক প্রবাসীকে দক্ষ হয়ে ওঠতে হবে। দক্ষ প্রবাসীরাই বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখবেন।
তিনি আরো বলেন, কুমিল্লা বাংলাদেশের জন্য সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ জেলা। এ অর্জন কুমিল্লার একদিনে হয় নাই। বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও কুমিল্লা অনেক এগিয়ে। পরে তিনি তিনি স্কিলস অর্জন ছাড়া কাউকে বিদেশ যেতে নিষেধ করেছেন। পাশাপাশি অর্জিত দক্ষতার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট দেশে যাওয়ার সিদ্ধান্ত নিতেও বলেন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল,প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম তৌফিকুল আজিজ, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আলী হোসেন।
এসময় বক্তব্য রাখেন প্রবাস ফেরত তৌহিদুল ইসলামসহ বিভিন্ন বিদেশ ফেরত প্রবাসী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে প্রবাসীদের অবদান স্মরণ ও দক্ষ জনশক্তি গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মোঃ মাসুদ পারভেজ ও মো.তাজুল ইসলাম। দিবসটি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে বিদেশগামীদের বিদেশগামীদের সুযোগ-সুবিধা ও চাকুরী দেওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি কোম্পানির ৩০ টি স্টল দেওয়া হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধনের পর আগত অতিথিগণ স্টল গুলো পরিদর্শন করেন।
ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ক্রেস্ট,ফুল এবং ক্যাটাগরী ভিত্তিক প্রনোদনা মূলক আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। কুমিল্লায় দিবসটি যৌথ ভাবে আয়োজন করেন আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসন,কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মনোনয়ন সংগ্রহ করলেন ৩৯ প্রার্থী বিএনপি-১৭ জামাত-...
আয়েশা আক্তারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে গত ৫ দিনে কুমিল্লা জেলার ১১টি আসনে মোট...
মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না কুমিল্লা সদর আসনে নমিনেশন প্র...
আয়েশা আক্তারবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন নমিনেশন ইস্যুতে...
কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না- মনিরুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধিকুমিল্লা-৬ আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচন বানচালে...
মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচন...
বেলাল উদ্দিন আহাম্মদ"দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ" এই স্লোগানকে প্রতিপাদ্য করে...
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিব...
চৌদ্দগ্রাম প্রতিনিধি‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখ...
ব্রাহ্মণপাড়া থানায় রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদেকের সাথে ব্যবহৃত কোটি কোটি টা...