প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:22 PM
নাঙ্গলকোটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সাইফুল ইসলাম
নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে স্বাধীনতা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টারদিকে উপজেলা হ্যালিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদেরকে উপহার সামগ্রী প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং বিজয় মেলায় সেরা স্টল বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকারিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ হোসেন মিয়াজী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা প্রমুখ।
বিকেলে উপজেলা হ্যালিপ্যাড মাঠে প্রীতি ফুটবল খেলা এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জামায়াত আগামী একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না-এলডিপি মহাসচিব
সোহেল রানা, চান্দিনাএলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, “এ...
মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযানে স্বেচ্ছছাসেবক লীগের সভাপতি...
নিজস্ব প্রতিকেদক, মুরাদনগরকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা স্বে”ছাসেবক...
মুরাদনগরে ব্রীজের পাটাতন ভেঙে ভোগান্তি রাতেই মেরামত করালেন...
নিজস্ব প্রতিকেদক, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ব্রীজের পাটাতন ভেঙে গিয়ে ভোগান্ত...
মুরাদনগরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লা মুরাদনগরে যথা...
চান্দিনায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
চান্দিনা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্...
নানা আয়োজনে বুড়িচংয়ে মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদ...
কাজী খোরশেদ আলমযথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলায় মহান বিজয়...