প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 12:06 AM
জাতীয়করণের আট বছরেই অস্তিত্ব সংকটে চান্দিনা সরকারি মডেল পাইলট বিদ্যালয়
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় আজ চরম সংকটে পড়েছে। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানটি একসময় ছিল পুরো অঞ্চলজুড়ে শিক্ষার গর্ব, আর এখন তা সচেতন অভিভাবকদের আস্থার বাইরে চলে যাচ্ছে।
জাতীয়করণের আট বছরের মধ্যেই বিদ্যালয়টিতে ভয়াবহ শিক্ষক সংকট তৈরি হয়েছে। যেখানে একসময় ২৫-৩০ জন শিক্ষক পাঠদান করতেন, বর্তমানে সাধারণ শাখায় স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র ৫ জন। ইংরেজি, গণিত, বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক শূন্যতা রয়েছে। পাশাপাশি ২০১২ সাল থেকে সহকারী প্রধান শিক্ষক এবং ২০১৪ সাল থেকে প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমও দুর্বল হয়ে পড়েছে।
জাতীয়করণের আগে বিদ্যালয়টিতে ১০ জন এমপিওভুক্ত শিক্ষক থাকলেও অবসরের পর শূন্য পদে নতুন নিয়োগ হয়নি। ফলে নিয়মিত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে, পাশেই আলাদা বালিকা বিদ্যালয় থাকা সত্ত্বেও ২০১৬ সালে এই বিদ্যালয়ে বালিকা ভর্তি চালু হওয়ায় বালকদের আসন সংকট তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে প্রতি শ্রেণিতে ৫৫ জন বালক ও ৫৫ জন বালিকা ভর্তি করা হলেও বালক শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষা প্রতিষ্ঠানের অভাব অভিভাবকদের দুশ্চিন্তায় ফেলেছে।
অভিভাবক ও শিক্ষাবিদরা বলছেন, জাতীয়করণে শিক্ষক-কর্মচারীরা লাভবান হলেও শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অভিভাবক সামর্থ্য অনুযায়ী সন্তানদের জেলা শহরের বিদ্যালয়ে পাঠালেও স্বল্প আয়ের পরিবারগুলো পড়েছে চরম অনিশ্চয়তায়।
বিদ্যালয়ে বালিকা ভর্তি বন্ধ, দ্রুত শিক্ষক বদলি, প্রধান শিক্ষকসহ সব শূন্য পদ পূরণ করে শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক শিক্ষক সংকটের কথা স্বীকার করে জানান, দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও শিক্ষক স্বল্পতার মধ্যেই বিদ্যালয়ের কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় অফিস কক্ষে দুই শিক্ষকের মারামারি সামাজিক যোগা...
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চাঁন্দপাড়া সরকারি প্রাথমিক বি...
কুবিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস
কুবি প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।...
চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর কমিটি...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর উপজেলা কমিটি গঠন ক...
বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফত...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি নাজিরা বাজার ও উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে আওয়া...
হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আবদুল হক সরকারকুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন...
ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হ...