প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 12:04 AM
কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ২১নং ওয়ার্ডের বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতা কাজী মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান ও ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস অধ্যাপক মাওলানা সহিদুল ইসলাম। বৈঠকে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুবুর রশিদ ও ২১নং ওয়ার্ড সভাপতি ইব্রাহীম মুসাফির।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আবুল কাশেম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার আবুল হাশেম, ব্যাংকার রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, জাফর আহমেদ ভূইয়া, মাওলানা ফজলুল হক, জাহাঙ্গীর আলম টিপু, মাহফুজুর রহমান, আমজাদ হোসেন ও ইউসুফ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনকল্যাণমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সকল মনোনীত প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় সরকারি তফসিল অনুযায়ী তার এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নামে ছাপানো পোস্টারগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেন কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার কর্মী-সমর্থকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী নিজ ব্যয় ও দায়িত্বে অপসারণ করার জন্য দিকনির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমীর মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাুকর্মীরা। কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও স্বচ্ছতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনী প্রচারেরুপোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা আইনগত বাধ্যবাধকতা, তাই আমরা তা যথাসময়ে বাস্তবায়ন করছি।” স্থানীয় জনগণ ও ব্যবসায়ী সমাজ প্রার্থীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, “এতে সমন্বিত ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় অফিস কক্ষে দুই শিক্ষকের মারামারি সামাজিক যোগা...
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চাঁন্দপাড়া সরকারি প্রাথমিক বি...
কুবিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস
কুবি প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।...
চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর কমিটি...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর উপজেলা কমিটি গঠন ক...
বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফত...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি নাজিরা বাজার ও উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে আওয়া...
হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আবদুল হক সরকারকুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন...
ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হ...