প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Dec 2025, 11:40 PM
বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সুদিন ফিরবে-মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি কৃষকবান্ধব দল, ক্ষমতায় এলে কৃষকদের সুদিন ফিরবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষির উপর গুরুত্ব দিয়ে খাল খনন কর্মসূচি হাতে নেন। সেচ প্রকল্পের মাধ্যমে দেশি ইরি চাষে কৃষি বিপ্লব হয়েছিলো।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে কৃষক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও পুনর্গঠনে আট দফা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এই পরিকল্পনায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া উন্নয়নসহ বিভিন্ন মূল উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে বীজ-সার সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ পৌঁছে দেওয়া হবে কৃষকের দোরগোড়ায়। তারেক রহমান গৃহীত এ পরিকল্পনার বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে একটি নির্বাচিত সরকার ছাড়া দেশ সঠিক পথে এগুবে না। লন্ডনে তারেক - ইউনুস ঐতিহাসিক বৈঠক দেশে নির্বাচনের পথকে সুগম করেছে। এই ক্রান্তিকালে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ মুহুর্তে তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আসুন আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করি।
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মামুন হুদার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হারুন উর রশিদ মজুমদার, সাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সেলিনা বেগম, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, মোবারক হোসোন, সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম, দ্বীন ইসলাম মৈশান, হানিফ মিয়া, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, খলিলুর রহমান মজুমদার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মনোনয়ন সংগ্রহ করলেন ৩৯ প্রার্থী বিএনপি-১৭ জামাত-...
আয়েশা আক্তারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে গত ৫ দিনে কুমিল্লা জেলার ১১টি আসনে মোট...
মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না কুমিল্লা সদর আসনে নমিনেশন প্র...
আয়েশা আক্তারবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন নমিনেশন ইস্যুতে...
কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না- মনিরুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধিকুমিল্লা-৬ আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচন বানচালে...
দক্ষ প্রবাসীরাই বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে পারে...
নিজস্ব প্রতিবেদকদক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্...
মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচন...
বেলাল উদ্দিন আহাম্মদ"দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ" এই স্লোগানকে প্রতিপাদ্য করে...
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিব...
চৌদ্দগ্রাম প্রতিনিধি‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখ...