প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Nov 2025, 11:59 PM
কুমিল্লায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হে যবুত তওহীদ ছাত্র ফোরাম কুমিল্লা শাখার আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সকালে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা” শীর্ষক এ সম্মেলনে কুমিল্লা, চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, তাঁর বক্তব্যে বলেন— “তওহীদ হচ্ছে মানুষের চিন্তা, সমাজ ও রাষ্ট্র নির্মাণের মূল ভিত্তি। আজকের ছাত্রসমাজ যদি এই একত্ববাদের দর্শনকে ধারণ করতে পারে, তবে তারা শুধু নিজেদের জীবনই নয়, পুরো জাতির ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই হবে আগামী দিনের নেতৃত্ব।” তিনি আরও বলেন, তথ্যের বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ছাত্রদের দায়িত্ব হচ্ছে সত্য, যুক্তি ও আদর্শভিত্তিক অবস্থান গ্রহণ করা।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান।
তিনি বলেন— “একটি তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা, ন্যায় এবং মর্যাদা দেয়। আজকের শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না— সমাজকে বদলানোর মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সত্যের প্রতি অটল অবস্থান থাকতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, নৈতিকতা, শৃঙ্খলা, শিক্ষা ও সচেতনতা ু এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই আদর্শ ছাত্রসমাজ গড়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কুমিল্লা জেলা ছাত্রফোরামের সাহিত্য সম্পাদক অনামিকা তাপসী, সোনাইমুড়ী উপজেলা ছাত্রফোরামের সমন্বয়ক হেবালেল্লাহ বিনতে হাবিব ও নোয়াখালী জেলা ছাত্রফোরামের সদস্য মো. আলামিন হোসেন।
সম্মেলঅনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কুমিল্লা অঞ্চলের আমির মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আমির মোঃ সেলিম হোসেন, কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সভাপতি ইকরামা বিন খুরশীদ সম্মেলনে উপস্থিত বক্তারা নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ, শিক্ষা, শৃঙ্খলা এবং রাষ্ট্রচিন্তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাদের বক্তব্যে উঠে আসে— ব্যক্তিগত উন্নয়ন, পরিবর্তনমুখী চিন্তাধারা, আদর্শভিত্তিক নেতৃত্ব, সমাজের কল্যাণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা। শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়, সৃষ্টি হয় এক প্রাণবন্ত, উৎসাহী ও আদর্শিক পরিবেশ। শেষে অনুষ্ঠানের সভাপতি ও কুমিল্লা জেলার সভাপতি মো. রিপন হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাঁটুর অস্ত্রোপচার সফল হলো নেইমারের
ব্রাজিল ও সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফিফা বিশ্বকাপের স...
নতুন রূপে ধরা দিলেন জয়া
অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দি...
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
এফএনএস বিদেশভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচ...
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ...
এফএনএস বিদেশতীব্র শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। র...
লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত অর্ধশ...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন...
মুরাদনগরে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছ...