প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:45 AM
চৌদ্দগ্রামে কিশোর বাইকারদের দুরন্তপনায় একের পর এক দুর্ঘটনা দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামের সড়কগুলো এখন উঠতি বয়সী কিশোরদের মোটর সাইকেলের দখলে রয়েছে। আর এই দখলদারিত্ব ধরে রাখতে ঘটানো হচ্ছে একের পর এক দুর্ঘটনা। কিশোর বাইকারদের দুরন্তপনায় সড়ক-মহাসড়ক এখন ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে অসংখ্য কিশোর, তরুন ও যুবকরা। বর্তমানে কিশোর ও যুবকদের কাছে বিভিন্ন ব্রান্ডের মোটর সাইকেল বেশ লোভনীয় যান। উঠতি বয়সের কিশোর ও যুবকরাই মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যাচ্ছে বেশী। বাইকে চড়ে নিয়ন্ত্রণহীন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে এসব কিশোর তরুণ ও যুবকরা। তাদের মোটর সাইকেলের গতি থাকে সর্বোচ্চ। গতি দেখে ভয় পাচ্ছেন সাধারণ পথচারীরা। সর্বশেষ গত ১২ নভেম্বর (বুধবার) চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী দেয়ালে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে জঙ্গলপুর গ্রামের ২ কিশোরের মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে তানভীর হাসান নিশাদ বাবা-মায়ের একমাত্র ছেলে। ৩ বোনের একমাত্র ভাই নিশাদ পরিবারের সবার কাছে অতি আদরের ছিলেন। সবেমাত্র স্থানীয় কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া নিশাদ অল্প বয়সে ঝরে গেল। কাঁদিয়ে গেল পরিবারের সবাইকে। তার স্মৃতি মনে করে অঝোরে চোখের পানি পেলছে মা বাবাসহ বোনেরা। সেইদিনের সেই দূর্ঘটনায় নিশাদ বাইকের আরোহী ছিলো এবং দূর্ঘটনার আগ মূহুর্ত পর্যন্ত নিশাদ তার মোবাইল ফোনে বাইক ড্রাইভিংয়ের ভিডিও ধারণ করছিল। আর মোটর সাইকেল চালাচ্ছিলো নিশাদদেরই পাশ্ববর্তী বাড়ির শাওন। সে এবার ভুলকরা আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে ১ বিষয় অকৃতকার্য হয়েছিল। হিঙ্গুলায় তার নানার বাড়ি থেকে ফেরার পথেই ফরায়েজী বাড়ি পাশে এই ঘটনা ঘটে। সন্ধা ৬টার কিছু পরে অন্ধকারের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লাগে এতে শাওন ও নিশাদ দুইজনই মাথায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ঘটনার ৪দিন পরে শাওন মৃত্যুবরণ করে। এরপর গুরুতর আহত নিশাদও মারা যায়। আর তাদের এই মৃত্যু যাত্রায় কোন তাড়া ছিলনা, ছিলনা কোন এমন কোন জরুরী প্রয়োজনীয়তা। মোটর সাইকেল চালানোর নূন্যতম সেফটিক অর্থাৎ হেলমেটও ছিলনা মাথায়। যার ফলে মাথায় জখমের ফলেই তাদের মৃত্যু হয়। আর এই মৃত্যুতে অল্প বয়সে পরিবার তাদের আদরের প্রিয় সন্তানটিকে হারাচ্ছে। যা সারাজীবন পরিবারের সদস্যদের তাড়া করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি অপপ্রচার চক্রান্তে দমে...
আয়েশা আক্তারবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, জনগণের...
কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন হাদি আজ জানাজা সংসদ ভবনের দক্ষিণ...
এফএনএসসিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ কফিনবন্দি হয়ে...
হাদি হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দ...
ব্রাহ্মণপাড়ায় শিশু শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষ...
দেবিদ্বারে বিদ্যুতের শর্ট সার্কিটে রিকশাচালকের বসতঘর পুড়...
বিশেষ প্রতিনিধিকুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৌর এলাকার সাইলচর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে স...
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদকবিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্...