প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:03 AM
বের হয়ে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও, এক দালালকে তিন মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কমপ্লেক্স থেকে বের হয়ে যেতে বলায় ওই দালাল স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. আক্তার হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ওই শাস্তি প্রদান করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নিয়ে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিল। এতে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছিল।
বৃহস্পতিবার সকালে জরুরি বিভাগে দালালি করতে দেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মহিবুস সালাম খান আক্তার হোসেনকে বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার তার ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করেন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় দালালকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ঘটনার বিষয়ে ডা. মহিবুস সালাম খান বলেন, “জরুরি বিভাগে দালাল দেখতে পেয়ে আমি তাকে বের হতে বলি। কিন্তু সে না গিয়ে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে আমাকে আক্রমণ করে। এতে আমার গায়ের শার্ট ছিঁড়ে যায়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অপরাধে আক্তার হোসেনকে দণ্ডবিধির ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাঁটুর অস্ত্রোপচার সফল হলো নেইমারের
ব্রাজিল ও সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফিফা বিশ্বকাপের স...
নতুন রূপে ধরা দিলেন জয়া
অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দি...
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
এফএনএস বিদেশভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচ...
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ...
এফএনএস বিদেশতীব্র শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। র...
লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত অর্ধশ...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন...
মুরাদনগরে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছ...