প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:03 AM
বের হয়ে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও, এক দালালকে তিন মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কমপ্লেক্স থেকে বের হয়ে যেতে বলায় ওই দালাল স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. আক্তার হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ওই শাস্তি প্রদান করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নিয়ে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিল। এতে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছিল।
বৃহস্পতিবার সকালে জরুরি বিভাগে দালালি করতে দেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মহিবুস সালাম খান আক্তার হোসেনকে বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার তার ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করেন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় দালালকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ঘটনার বিষয়ে ডা. মহিবুস সালাম খান বলেন, “জরুরি বিভাগে দালাল দেখতে পেয়ে আমি তাকে বের হতে বলি। কিন্তু সে না গিয়ে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে আমাকে আক্রমণ করে। এতে আমার গায়ের শার্ট ছিঁড়ে যায়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অপরাধে আক্তার হোসেনকে দণ্ডবিধির ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান মন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বি...
শোকে স্তব্ধ চৌদ্দগ্রামের দুই গ্রামের মানুষ কক্সবাজারে সড়ক দ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহ...
ঘুষ-তদবির ছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের ৫৭ কর্মচারী বদলি
মাহফুজ নান্টুঘুষ ও তদবিরমুক্ত প্রক্রিয়ায় কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীর বদলি...
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি প...
শিক্ষার শুদ্ধতায় দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তারের সাহসী প...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দি উপজেলা যেন নতুন করে জেগে উঠছে এক প্রাণবন্ত কর্মযজ্ঞে। সদ্য যোগ দেওয়...
নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন ও কুমিল্লা বিভাগ দাবিতে...
সাইফুল ইসলামকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ছাত্র জনতার ব্যানারে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থ...