প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2025, 11:15 AM
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একটি ওয়্যার হাউজ নির্মাণের কাজে নি¤œমানের খোয়া ব্যবহারের অভিযোগে বন্ধ আছে নির্মাণ কাজ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, মানসম্মত খোয়াই ব্যবহৃত হয়েছে।
জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুরে কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ¯œাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ আবুল বাশার ব্যবসায় শিক্ষা অনুষদের পেছনে নির্মাণাধীন ওয়্যার হাউজের সামনে দিয়ে গেলে তিনি দেখতে পান, সেখানে মেঝে ঢালাইয়ের কাজে নি¤œমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। ফলে তৎক্ষণাৎ প্রকৌশল দপ্তরের প্রকৌশলী এনে কাজ বন্ধের কথা বলেন। এই খোয়া পরিবর্তন করে অথবা সিমেন্ট বেশি দিয়ে ঢালাইয়ের কাজ করতে চাইলেও তিনি সেটি মানতে নারাজ বলে জানা যায়।
আবুল বাশার জানান, এখানে নি¤œমানের খোয়া ব্যবহারের ফলে একজন শিক্ষার্থী হিসেবে নৈতিকতার জায়গা থেকে তিনি কাজ বন্ধ রাখার কথা বলেন।
তিনি আরও জানান, এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবর্তন করে অন্য কাউকে দিয়ে এই কাজ সম্পন্ন করতে হবে। যদি কোনো ধরনের সন্ধি স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েই কাজটি সম্পন্ন করায় তাহলে তিনি ভেবে নেবেন এটার যোগসাজশের সাথে প্রশাসনও জড়িত।
প্রকৌশল দপ্তরের তথ্যমতে, এই ওয়্যার হাউজের নির্মাণের জন্য ৮ লাখ ৫৭ হাজার ৫৬৮ টাকার টেন্ডার বরাদ্দ করা হয়। নিয়ম অনুযায়ী এর কাজ পান কামাল হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন সামীর এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
কামাল হোসেনের সাথে নি¤œমানের খোয়া ব্যবহারের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তিনি বলেন, 'এইখানে তদারকিতে সবসময় প্রকৌশলের লোকজন থাকেন। কোনো ধরনের নি¤œমানের মালামাল ব্যবহার করা হয়নি। তবে, যেহেতু অভিযোগ আসছে আমি সাইটে গিয়ে দেখব এবং এই বিষয়ে কথা বলব।'
এই ওয়্যার হাউজের কাজের তদারকিতে আছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ বিল্লাল হোসেন। তিনি জানান, দুপুরের ওই সময়টাতে তিনি নামাজের জন্য বাহিরে ছিলেন। ফলে দপ্তরে এসে অভিযোগ শোনার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
নি¤œমানের খোয়া ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে সাধারণত নি¤œমানের খোয়া ছিল না। এই খোয়াগুলো ধোয়া করা ছিল না। তবে, যেহেতু অভিযোগ এসেছে আমরা বলেছি এইগুলা পরিবর্তন করে নতুন খোয়া ব্যবহার করতে। আর এইগুলা টেকনিক্যালি সিমেন্ট বাড়িয়ে দিয়ে ব্যবহার করা যাবে।' নির্মাণকাজ পুনরায় চালু হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'যেহেতু একটা সমস্যা হয়েছে এটা দপ্তর প্রধানই বলবেন এখন করণীয় কি।'
অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান বলেন, 'খোয়া পরিবর্তনের জন্য বলা হয়েছে।'
সামীর এন্টারপ্রাইজকে বাদ দিয়ে নতুন প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'এটা যেহেতু কাগজপত্রাদি এবং সমস্তকিছু হয়ে গেছে, ইজিপিএ টেন্ডারও হয়ে গেছে সেহেতু প্রতিষ্ঠান পরিবর্তন করা একেবারেই সম্ভব না। তবে, নি¤œমানের খোয়া ব্যবহারের ফলে আমরা চিঠি দিব। পরিবর্তন না করে কাজ করতে চাইলে পরপর তিনটা চিঠি দিব। তবুও ভালো মানের মালামাল ব্যবহার না করলে নিয়ম অনুযায়ী এই কাজের বিল আটকে যাবে।'
এবিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারি
আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্...
মামদানিকে অবশ্যই ওয়াশিংটনের প্রতি সম্মান দেখাতে হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিউ ইয়র্ক নগরীর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি...
প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের
সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি আদায়ে প্রয়োজনে ‘আঙ্গুল বাঁকা’ করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে...
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারে...
এমরান হোসেন বাপ্পিকক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল...
হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষ...
মাহফুজ নান্টু কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির...
কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের সমর্থকদের...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা ১০ নাঙ্গলকোট-লালমাই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক...