প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 8:45 AM
কুমিল্লায় ১৪টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১৪টি অবৈধ ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা, ফসলি জমির উপর ভাটা স্থাপন এবং পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে এবং অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে প্রশাসনের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ ইটভাটার কারণে সৃষ্ট পরিবেশ দূষণ বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন। ডিসেম্বরের প্রথম থেকে এ অভিযান কার্যক্রম যৌথ উদ্যোগে পরিচালনা শুরু হয়েছে। এ পর্যন্ত ৭ টি মোবাইল কোর্টে ১৩ টি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৯ টি ইটভাটা উচ্ছেদপূর্বক বন্ধ ঘোষণা করা হয় এবং ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ইটভাটায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও যৌথ বাহিনী। অভিযান পরিচালনার সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: রাজীব বলেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
ইটভাটায় মোবাইলে কোর্ট ২০২৫ এর ডিসেম্বর হতে অদ্যাবধি বিভিন্ন ইট ভাটা থেকে আদায়কৃত জরিমানা, কুমিল্লা চান্দিনার জিরুআইশ মাইজখাড় মেসার্স মমতাজ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা এবং ইটভাটা উচ্ছেদ পূর্বক বন্ধ ঘোষণা করা হয়। কুমিল্লা চান্দিনা নবাবপুর, রানীচড়া, মেসার্স আর এন ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স ফাইভ স্টার ব্রিকস, গারুচো, বুড়িচং, কুমিল্লা চিমনী ভেঙ্গে দেওয়া হয়। মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ, কালাকচুয়া, বুড়িচং, কুমিল্লা চিমনী ভেঙ্গে দেওয়া হয়। মেসার্স এম এম ব্রিকস, কালিকাপুর, দেবিদ্বার, কুমিল্লা ৫ লাখ টাকা জরিমানা এবং কাঁচা ইট ধ্বংস করা হয় এবং কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মেসার্স সনি ব্রিকস, জাফরগঞ্জ, দেবিদ্বার, কুমিল্লা তিন লাখ টাকা জরিমানা, কাঁচা ইট ধ্বংস করা হয় এবং কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মেসার্স এ কে ব্রিকস, দত্তপুর, বাগমারা, লালমাই, কুমিল্লা ২ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মেসার্স এমরান ব্রিকস, আলীশ্বর, পেরুল উত্তর, লালমাই, কুমিল্লা ২ লাখ টাকা জরিমানা সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কিলন (চুল্লি) মেসার্স মিজি ব্রিকস, সাং-কমলপুর, হাসনাবাদ, মনোহরগঞ্জ ২ টাকা জরিমানা ও ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মেসার্স যমুনা ব্রিকস, বেতিয়াপাড়া, কাশিমপুর, মনোহরগঞ্জ ১ লাখ টাকা জরিমানা ও কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মেসার্স এইচ কে আলী ব্রিকস, পাঁচথুবী, আদর্শ সদর, কুমিল্লা ১ লাখ টাকা জরিমানা ও কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মেসার্স নিউ সাকুরা ব্রিকস, পাঁচথুবী, আদর্শ সদর, কুমিল্লা ১ লাখ টাকা জরিমানা সাথে কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
ডিসেম্বর ২০২৫ হতে ৭টি অভিযানে ১৪ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ১২ টি ইটভাটা কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং মোট ২২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়। ডিসেম্বরের শুরু থেকে এপর্যন্ত অভিযান চলমান অবস্থায় রয়েছে, অবৈধ ইটভাটা বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে বলে জানান ।পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো: রাজিব এসময় বলেন পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দলের না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই
কুমিল্লায় নির্বাচনী সভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানআয়েশা আক্তারবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা....
মুরাদনগরের কৃষকদের মুখে হাসি ফুটালেন সাবেক মন্ত্রী কায়কোবা...
মহিউদ্দিন আকাশসেচের পানির তীব্র সংকটে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইদ্দার বিলের প্রায় ৪০০ একর কৃষিজমি...
তিতাসের সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে চ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে মুরাদনগরের জাহাপুর...
কুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের বিতর্ক উৎসব অনু...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযো...
ছাত্র জনতার বিপ্লবে প্রধানমন্ত্রী থেকে বায়তুল মোকাররমের খত...
মাঈন উদ্দিন দুলাল ৩৬ জুলাই ছাত্র-জনতার মাধ্যমে দেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে, একটি মৌলিক দাবির...
একটি দল মাথাল মার্কার গণজোয়ার দেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে বিএনপি জোট সমর্থিত সংসদ সদস্য প্...