প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:21 AM
বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের মানুষ সেবা থেকে বঞ্চিত
নিজস্ব প্রতিবেদক
গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাসেম মাস্টার। তার অনুপস্থিতিতে থেমে গেছে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাপ্রার্থীরা। গতকাল সোমবার ৫ জানুয়ারি রাজাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে ভুক্তভোগী সেবা প্রার্থীদের সঙ্গে কথা বললে এমন অভিযোগ পাওয়া যায়। তারা জানান, সাম্প্রতিক সময়ে পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য হারুন মেম্বারসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা গ্রেফতারন হওয়ার পর থেকেই চেয়ারম্যান আবুল কাসেম আত্মগোপনে আছেন। তার বিরুদ্ধে থানায় মামলা থাকায় তিনি অফিসে আসছেন না। চেয়ারম্যানের অনুপস্থিতিতে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, সামাজিক নিরাপত্তা ভাতা, ভূমি সংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মেম্বাররা। ফলে প্রতিদিন ইউনিয়ন পরিষদে এসে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইউপি সচিব জামাল হোসেন জানান, চেয়ারম্যান পলাতক থাকায় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলে ভোগান্তি কমে আসত। জানা যায়, ২০২৩ সালে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ইউনিয়ন পরিষদের সকল সদস্য চেয়ারম্যান আবুল কাসেমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনাস্থা প্রস্তাব দেন। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমঝোতা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের। এক সেবাগ্রহীতা অভিযোগ করে বলেন, ১৫ দিন ধরে জন্মনিবন্ধনের জন্য ঘুরছি, শুধু বলছে চেয়ারম্যান নেই। আরেকজন জানান, ওয়ারিশ সনদের জন্য গেলে একই কথা চেয়ারম্যান না থাকলে সেবা পাবো কীভাবে? স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, চেয়ারম্যান পলাতক থাকলে পরিষদের কাজ বন্ধ থাকবে কেন? বিকল্প ব্যবস্থা না নিলে জন সেবায় বড় সংকট তৈরি হবে। বিষয়টি জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, পরিষদের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যান কে পাওয়া যায়নি বিধায় তার কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দলের না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই
কুমিল্লায় নির্বাচনী সভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানআয়েশা আক্তারবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা....
মুরাদনগরের কৃষকদের মুখে হাসি ফুটালেন সাবেক মন্ত্রী কায়কোবা...
মহিউদ্দিন আকাশসেচের পানির তীব্র সংকটে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইদ্দার বিলের প্রায় ৪০০ একর কৃষিজমি...
তিতাসের সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে চ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে মুরাদনগরের জাহাপুর...
কুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের বিতর্ক উৎসব অনু...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযো...
ছাত্র জনতার বিপ্লবে প্রধানমন্ত্রী থেকে বায়তুল মোকাররমের খত...
মাঈন উদ্দিন দুলাল ৩৬ জুলাই ছাত্র-জনতার মাধ্যমে দেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে, একটি মৌলিক দাবির...
একটি দল মাথাল মার্কার গণজোয়ার দেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে বিএনপি জোট সমর্থিত সংসদ সদস্য প্...