প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 12:10 AM
কবি নজরুলের পাশে চির নিদ্রায় শায়িত হাদি
রূপসী বাংলা ডেস্ক
লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে। গতকাল শনিবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিসৌধে তাকে দাফন করা হয়।
দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে তারা জানাজা অনুষ্ঠিত হয়। তার কফিন কবি নজরুলের সমাধিসৌধে পৌঁছায় বিকাল পৌনে ৩টায়। জানাজার আগে হাদির স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। আবেগঘন পরিবেশে ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই জানাজায় অংশগ্রহণকারী এবং দেশবাসীর কাছে হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান। তিনি জানাজায় ইমামতি করেন। এর আগে ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। দুপুর ঠিক ২টায় হাদির লাশবাহী এম্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা স্থলে এসে পৌঁছলে হাজার হাজার মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। জানাজা শেষ হওয়ার পর কফিনবাহী এ্যাম্বুলেন্সের সাথে অগণিত মানুষ ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে। ওসমান হাদির জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তবর্তী সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
দাফনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটওয়ারী এবং হাদির পরিবারের সদস্যরা। গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি ইতিহাসের অংশ হয়ে গেছে। দেশের জন্য তার যে ত্যাগ আল্লাহ তাআলা কবুল করুক।
“তার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ। আমরা চূড়ান্তভাবে সম্মান জানাতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে কবরস্থ করা হয়েছে। আমরা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে। মা তার ছেলেকে বা বিশ্ববিদ্যালয় তাকে গ্রহণ করেছে।” বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসঙ্ঘ ম...
এফএনএসইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তো...
বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যের আহ্বান এলডিপি...
সোহেল রানা, চান্দিনালিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্...
বার্ডে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি২০ ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে “গভর্ণ্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস এন্ড...
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের কমিটি ঘোষণা
আয়েশা আক্তারকুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে একটি ৫ স...
কুমিল্লায় হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন হাতে ন্য...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাতেও শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ-সমাবেশ ও...
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলিসহ সন্ত্র...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ নাজমুল...