প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:09 AM
বার্ডে টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় “টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক দুই সপ্তাহ মেয়াদি আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর্ডো)-এর সহকারী মহাসচিব জনাব রামী এম. এ. এইচ. কিশাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড-এর মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর্ডো)-এর গবেষণা বিভাগের প্রধান এবং প্রোগ্রাম সমন্বয়ক ড. খুশনুদ আলী। শ্রীলংকা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্ভিয়া, পাকিস্তান, ওমান, মালয়শিয়া, ইসওয়াতিনি, কেনিয়া, মৌরিশাস এবং বাংলাদেশসহ ১৪টি দেশের ২১ জন উর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বার্ডের অনুষদবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রামী এম. এ. এইচ. কিশাত তাঁর বক্তব্যে বলেন, এ ধরণের আন্তর্জাতিক ও আঞ্চলিক কর্মশালা কার্যকরী ও সহায়ক তাই আর্ডো সদস্য দেশসমূহের প্রতিনিধি নিয়ে প্রতিনিয়ত কর্মশালাটি বার্ডে আয়োজন করা হয়। তিনি বলেন, বার্ড তথা বাংলাদেশের সাথে আর্ডো-এর এই সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতার বিনিময় হবে যা প্রশিক্ষণার্থীগণের এসডিজি বাস্তবায়নে সহায়ক হবে। তিনি কর্মশালাটি আয়োজনের জন্য বার্ড কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। কর্মশালাটির উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর সদস্য রাষ্ট্রসমূহের নীতি-নির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা। সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক বলেন, প্রশিক্ষণ কর্মশালাটি থেকে প্রশিক্ষণার্থীগণ নিজেদের মধ্যে পারস্পরিক মিথষ্ক্রিয়ার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্তকরণে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, বার্ড গ্রামীণ জনগোষ্ঠির মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে ষাটের দশক থেকেই সমবায়ের মাধ্যমে কাজ করছে এবং অব্যাহত রেখেছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ), বার্ড ও কর্মশালা পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের নিকট কর্মশালার পরিচিতি তুলে ধরেন। কর্মশালায় সহযোগী ও সহকারী কর্মশালা পরিচালকের দায়িত্বে রয়েছেন যথাক্রমে মিজ আফরীন খান, যুগ্মপরিচালক, বার্ড এবং কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক, বার্ড। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মিজ আযমা মাহমুদা, যুগ্মপরিচালক, বার্ড।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কবি নজরুলের পাশে চির নিদ্রায় শায়িত হাদি
রূপসী বাংলা ডেস্কলাখো মানুষের অশ্রুসিক্ত জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের...
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসঙ্ঘ ম...
এফএনএসইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তো...
বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যের আহ্বান এলডিপি...
সোহেল রানা, চান্দিনালিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্...
বার্ডে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি২০ ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে “গভর্ণ্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস এন্ড...
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের কমিটি ঘোষণা
আয়েশা আক্তারকুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে একটি ৫ স...
কুমিল্লায় হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন হাতে ন্য...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাতেও শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ-সমাবেশ ও...