
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 11:11 AM

কুমিল্লায় ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লা মিলনায়তনে আবৃত্তি সংগঠন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা এর সভাপতি সুমাইয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান শিশির এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক ড.আলী হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, বিশিষ্ট বাচিক শিল্পী ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, ধ্বনিচিত্র বিনিমার্ণ পাঠশালা এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: আল-আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার,সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, সংস্কৃতিজন অভিজিৎ সিনহা মিঠু, উষসী পরিষদের সাবেক সভাপতি ইউনুস উল্লাহ, রসিক কবি আব্দুল কাইয়ুম,সংস্কৃতিজন নেলী দত্ত, শ্যামস আল মামুন,পিন্টু চন্দ্র, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি সাব্বির আহমেদ, আবৃত্তি শিল্পী সুলতানা পারভীন দ্বিপালী ও সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব।
আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা আবৃত্তি সংগঠনের সভাপতি রুবেল কুদ্দুস, কন্ঠশিল্প বাংলার সভাপতি সাব্বির আহম্মেদ খান, শব্দশ্রুতি আবৃত্তি সংগঠন এর সভাপতি গোলাম মোস্তফা,ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রোমানা রুমি,শাণিত উচ্চারণ বাচিক শিল্পচর্চা কেন্দ্র আবৃত্তি সংগঠনের সদস্য বিদ্যুৎ দত্ত, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য মো:ফয়সাল আহমেদ,কবিতা বৃত্তের সদস্য নোভা ও শেফা,কারুকন্ঠ আবৃত্তি পাঠশালা এর সদস্য দীপ্তরাজ দত্ত, বিমূর্ত আবৃত্তি সংগঠনের সদস্য সাইফুল ইসলাম। এছাড়াও বৃন্দ আবৃত্তি পরিবেশনায় ছিলেন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার সদস্যবৃন্দ, পরম্পরা আবৃত্তি সংগঠন এবং কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের আবৃত্তি বিভাগের ছোট্ট বন্ধুরা। কুমিল্লা’র বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, উপস্থিত অতিথি বৃন্দ ও আবৃত্তি শিল্পীগণ ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার সুদীর্ঘ ও সমৃদ্ধ পথচলার স্মৃতিচারণ, উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন এবং পরিশেষে কবিতা আবৃত্তি করেন।
ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা তাদের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানটি উৎসর্গ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই জনপদের কবি আল মাহমুদ ও সদ্য প্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ এর প্রতি।
উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শরিফা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুন নাহার, সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার তামান্না,প্রশিক্ষণ সম্পাদক শাকিলা জামান, অর্থ-সম্পাদক শামসুন্নাহার হ্যাপি সহ আরও অনেকে। পরিশেষে, সকল সংগঠনের সদস্যদের কবিতা আবৃত্তি ও সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনটির উক্ত কার্যক্রমের সমাপ্তি ঘটে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

কুমিলায় জুলাই পুনর্জাগরণ সেনা বাহিনীর বিনামূল্যে চিকিৎসা...
নিজস্ব প্রতিবেদকজুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যােগে দেড়...

লালমাই উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে...

দেবিদ্বারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দেবিদ্বার প্রতিনিধিকুমিল্লার দেবিদ্বারে পৃথক দুইটি ঘটনায় পুকুরে ডুবে জাইফা (২) ও আদনান (২৩ মাস) নামে...

উদ্বোধনের দেড় বছর পর লালমাই উপজেলা মডেল মসজিদে ইমাম নিয়োগ
লালমাই প্রতিনিধিউদ্বোধনের দেড় বছর পরে নিয়োগ দেওয়া হয়েছে লালমাই উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জ...

নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাকতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে দশম শ্...

দেবীদ্বারে এতিম শিশুদের মাঝে, মধু মাসের মধু ফল ‘আম’ বিতরণ উ...
মোঃ মাসুদ রানা, দেবিদ্বারমধু মাসের (জৈষ্ঠ) মধু ফল, ঋতুর গোস্যায় শ্রাবন মাস। (কারন আমাদের সেই প্রচলিত...
