
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 11:11 AM

কুমিল্লায় ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লা মিলনায়তনে আবৃত্তি সংগঠন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা এর সভাপতি সুমাইয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান শিশির এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক ড.আলী হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, বিশিষ্ট বাচিক শিল্পী ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, ধ্বনিচিত্র বিনিমার্ণ পাঠশালা এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: আল-আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার,সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, সংস্কৃতিজন অভিজিৎ সিনহা মিঠু, উষসী পরিষদের সাবেক সভাপতি ইউনুস উল্লাহ, রসিক কবি আব্দুল কাইয়ুম,সংস্কৃতিজন নেলী দত্ত, শ্যামস আল মামুন,পিন্টু চন্দ্র, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি সাব্বির আহমেদ, আবৃত্তি শিল্পী সুলতানা পারভীন দ্বিপালী ও সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব।
আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা আবৃত্তি সংগঠনের সভাপতি রুবেল কুদ্দুস, কন্ঠশিল্প বাংলার সভাপতি সাব্বির আহম্মেদ খান, শব্দশ্রুতি আবৃত্তি সংগঠন এর সভাপতি গোলাম মোস্তফা,ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রোমানা রুমি,শাণিত উচ্চারণ বাচিক শিল্পচর্চা কেন্দ্র আবৃত্তি সংগঠনের সদস্য বিদ্যুৎ দত্ত, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য মো:ফয়সাল আহমেদ,কবিতা বৃত্তের সদস্য নোভা ও শেফা,কারুকন্ঠ আবৃত্তি পাঠশালা এর সদস্য দীপ্তরাজ দত্ত, বিমূর্ত আবৃত্তি সংগঠনের সদস্য সাইফুল ইসলাম। এছাড়াও বৃন্দ আবৃত্তি পরিবেশনায় ছিলেন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার সদস্যবৃন্দ, পরম্পরা আবৃত্তি সংগঠন এবং কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের আবৃত্তি বিভাগের ছোট্ট বন্ধুরা। কুমিল্লা’র বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, উপস্থিত অতিথি বৃন্দ ও আবৃত্তি শিল্পীগণ ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার সুদীর্ঘ ও সমৃদ্ধ পথচলার স্মৃতিচারণ, উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন এবং পরিশেষে কবিতা আবৃত্তি করেন।
ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা তাদের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানটি উৎসর্গ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই জনপদের কবি আল মাহমুদ ও সদ্য প্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ এর প্রতি।
উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শরিফা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুন নাহার, সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার তামান্না,প্রশিক্ষণ সম্পাদক শাকিলা জামান, অর্থ-সম্পাদক শামসুন্নাহার হ্যাপি সহ আরও অনেকে। পরিশেষে, সকল সংগঠনের সদস্যদের কবিতা আবৃত্তি ও সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনটির উক্ত কার্যক্রমের সমাপ্তি ঘটে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়া...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত বউসাজ বিউ...

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধিবিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় ¯’ান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...

লালমাইয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকলালমাই উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযো...

‘অর্ন্তর্বতী সরকাররে আমলইে কুমল্লিা বভিাগ প্রতষ্ঠিা সম্ভব’
“কুমল্লিা নামইে বভিাগ—দাবি নয়, এটি অধকিার” এই স্লোগানকে সামনে রখেে ঢাকায় জাতীয় প্রসেক্লাবে আয়োজতি এক...

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফয়সল আহমেদ খানবাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বানিজ্যকি মিলিয়প...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক, প্লেন থেকে নে...
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় স...
