প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2025, 10:30 AM
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
কুমিল্লা ডিবি ও কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম। তিনি বলেন, “আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাইনি। পরে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তাররা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন— আকরাম হাসান রকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মো. রাসেল হাসান (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মো. মুবারক হাসান রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) এবং গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানায়, নাশকতা বিরোধী একটি মামলায় পলাতক থাকা এসব নেতাকর্মীরা গত ৩০ অক্টোবর সকালে দুটি সিএনজি অটোরিকশাযোগে নগরীর ঈদগাহ মাঠ এলাকার অটোরিকশা স্ট্যান্ড গলি ও পার্কের সামনে আসে। সেখানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে এবং সেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের দাবি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই মিছিলে অংশ নেওয়া ১২ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এ কেমন স্কুল ভবন!
একটি শিশুর জন্য বাড়ির পরই সবচেয়ে নিরাপদ স্থান স্কুল। কিন্তু বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের অবহেলা, অনা...
মামদানির বিজয়, মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা
বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমোকে পরাজিত করে...
নির্বাচনি উত্তাপে দেশ
সারা দেশে জাতীয় নির্বাচনের জমজমাট হাওয়া শুরু হয়ে গেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির বেশির ভাগ প্...
মনোনয়ন বঞ্চনায় কুমিল্লা দঃ জেলা বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বি...
আয়েশা আক্তারকুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর তৃণমূল পর্যায়ে ক্ষোভে ফুঁসছে...
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফ...
কাজী খোরশেদ আলমবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. স...
হেমন্ত প্রবাহমান নবান্নের হাতছানি
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াআজ ২০-শে কার্তিক বাংলা ঋতু চক্রের অন্যতম হলো "হেমন্ত" কার্তিক ও&...