প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 12:10 AM
ভূচ্চি বাজারে হামলার প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে সংঘটিত হামলার ঘটনায় প্রধান আসামি ও মাদক মামলার আসামি মামুনুর রশীদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত সব আসামির গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার ভূচ্চি বাজারের আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী ভাড়া তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসী মামুনুর রশীদ রাজু, ইব্রাহিম খলিল সুজন, সাহিদ ও হারুনুর রশিদসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় মাঈনুদ্দিন চিশতীকে বাঁচাতে এগিয়ে গেলে মিজানুর রহমান জাকির, আরিফুর রহমান ও মোস্তফা কামাল মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বাদী মাঈনুদ্দিন চিশতী বলেন, “বিবাদীরা আমাদের ওপর হামলা চালানোর পর লালমাই থানা পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছে। আমরা আশা করছি, বাকিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় প্রধান আসামি রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান চলছে। রাজুর বিরুদ্ধে ২০২২ সালে একটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
এফএনএস বিদেশভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচ...
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ...
এফএনএস বিদেশতীব্র শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। র...
লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত অর্ধশ...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন...
মুরাদনগরে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছ...
অবৈধভাবে মাটি উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা আদায়
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়াকুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা...
তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার প্রধান আসামী গ্রেফতার
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় মূল আসামী জামাল সিকদারকে গ্রেফত...