প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 12:10 AM
ভূচ্চি বাজারে হামলার প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে সংঘটিত হামলার ঘটনায় প্রধান আসামি ও মাদক মামলার আসামি মামুনুর রশীদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত সব আসামির গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার ভূচ্চি বাজারের আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী ভাড়া তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসী মামুনুর রশীদ রাজু, ইব্রাহিম খলিল সুজন, সাহিদ ও হারুনুর রশিদসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় মাঈনুদ্দিন চিশতীকে বাঁচাতে এগিয়ে গেলে মিজানুর রহমান জাকির, আরিফুর রহমান ও মোস্তফা কামাল মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বাদী মাঈনুদ্দিন চিশতী বলেন, “বিবাদীরা আমাদের ওপর হামলা চালানোর পর লালমাই থানা পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছে। আমরা আশা করছি, বাকিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় প্রধান আসামি রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান চলছে। রাজুর বিরুদ্ধে ২০২২ সালে একটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারি
আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্...
মামদানিকে অবশ্যই ওয়াশিংটনের প্রতি সম্মান দেখাতে হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিউ ইয়র্ক নগরীর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি...
প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের
সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি আদায়ে প্রয়োজনে ‘আঙ্গুল বাঁকা’ করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে...
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারে...
এমরান হোসেন বাপ্পিকক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল...
হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষ...
মাহফুজ নান্টু কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির...
কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের সমর্থকদের...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা ১০ নাঙ্গলকোট-লালমাই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক...